এ আমাদের কেমন স্বাধীনতা
যেখানে টাকার কোনো মূল্য নেই,
মানুষের কোনো দাম নেই,
ভালবাসার কোনো শ্রদ্ধা নেই,
মানুষের সঙ্গে মানুষের নেই কোনো একতা;
এ আমাদের কেমন স্বাধীনতা ।


কীসের বিচার, কীসের কোর্ট?
অসত্পথে বাড়ছে ভোট
সভা-আলোচনায় বলতে কথা
তারাই হচ্ছে দেশের নেতা
কি দেবে তারা সুরক্ষতা;
এ আমাদের কেমন স্বাধীনতা ।


ছোট্টো একটি সংসারে
সুখেই আছে তারা ঘড়ে
হঠাত তাদের মাথায় চাপে
হয়তো এখুনি পরবে ঝেপে,
ভয় পেয়েছে মায়ে-বোনে
লুকিয়ে থাকে ঘড়ের কোনে
বলো না আমার উত্তর দাতা;
এ আমাদের কেমন স্বাধীনতা ।


বিচার বলতে নাই যে দেশ
অন্যায় করেও মুক্তি পাচ্ছে
অসত্পথে চলছে যারা,
সংখ্যায় বেশী হচ্ছে তারা
অন্যায় আর অত্যাচারে ছড়িয়ে গেছে লতা;
এ আমাদের কেমন স্বাধীনতা ।


এক দিক ধনী বাড়ি,
আর এক দিক কাড়িগরী
লড়ছে দেখ ভাইয়ে-ভাইয়ে
কিন্তু তারা মিল নহে ।
পরিশ্রম আর মাথার ঘামে
চলছে কোনো মতে,
দিনের শেষে রাত্রি এসে
এক মুঠও না ভাতও জোটে
কি বলবো আর দেশের কথা;
এ আমাদের কেমন স্বাধীনতা ।


বুদ্ধি হয়েও মূর্খ যে,
দেশের কথা ভাববে কিসে?
শয়তান দের আতুর ঘড়ে
বাড়ছে দেখো জনেজনে
দেখেও যেন দেখে না,
বুঝেও যেন বোঝেনা,
কি আছে তাদের মাথাব্যাথা;
বলো না ভাই, এ আমাদের কেমন স্বাধীনতা ।।