আমি পাখি হবো
হবো আকাশচারী,
তুমি কি আকাশ হবে,
আমার আকাশ?


ঐ নীলাকাশে
মিষ্টি রোদের আলোয়
এলোমেলো বাতাসে
কিংবা প্রখর উত্তাপে -
তুমি ছুঁয়ে যাবে...
আমাকে ।
আমি পাখি হবো
তুমি আকাশ ।।


জানি আসবে মেঘ
কখনো বা ঝড়,
হয়তো ভাঙবে ডানা
স্বপ্নের ঘর ।
তবুও আকাশচারী
হতে চায় মন
তুমি আকাশ হলে
আমি পাখির মতন ।
- আমি পাখি হবো ।।


যদি কখনো
নামে রাতের আঁধার,
যদি লাগে ভয়
পথ হারাবার,
তুমি ঐ আকাশে
জ্বেলে দিও দীপ
তারা হয়ে আজীবন জ্বলবে।


বলো -
তুমি কি আকাশ হবে?
আমার আকাশ?
- আমি পাখি হবো ।।
---------------------------
# এম সানাউল হক
০১/০১/২০১৭