লহ লহ ওগো লহ মোর
অর্ঘ যত -
তোমারই পূজার তরে।।
এ হৃদয়ে যত ভালোবাসা আঁকা
তব মিলনের পথ চেয়ে থাকা
যত প্রেম মম সাজায়ে রেখেছি
বিরহ বাসর ভরে -
তোমারই পূজার তরে।।


বকুলের শাখে চাতকী যেমন
নিরালা দুপুরে সুরেলা বেদন
ছড়ায়ে বাতাসে কাঁদে সে পিয়াসে
তেমনি কাঁদিছে মন মোর পিছে।
যদিবা হারাই ভয় পাই মিছে
তবু পথ পানে ব্যাকুল পরাণে
চেয়ে থাকি আশা ভরে -
তোমারই পূজার তরে।।
লহ লহ ওগো লহ মোর
অর্ঘ যত -
তোমারই পূজার তরে।।


ভালো যদি মোরে নাহি বাসো তবু
যেয়ো না গো ভুলে এ কথাটি কভু
আমি যে তোমারে বাসিয়াছি ভালো
শুধু একবার দেখো চোখ মেলো।
যত আরাধন যত না স্বপন
হৃদয় মাঝারে করিয়া যতন
রচি ক্ষণে ক্ষণে অন্তরে -
তোমারই পূজার তরে।।
লহ লহ ওগো লহ মোর
অর্ঘ যত -
তোমারই পূজার তরে।।
---------------------------------
# এম সানাউল হক
০৯ নভেম্বর ২০২০, গৃহকাব্য, ঢাকা
(মূল কবিতাঃ ১১ এপ্রিল ১৯৮৭, যশোর)
ওয়েবপেইজঃ
www.facebook.com/Niloy.myskytofly