কিছু কিছু ধুমকেতু আছে
পৃথিবীর অনেক কাছে এসেও
অনেক দূরে চলে যায়,
তবু রেশ থেকে যায় পুচ্ছরেখায়।


কিছু কিছু তারা আছে
অনন্তকাল যেন স্থির তাকিয়ে থাকে
অনিন্দ ভাস্বর আলোকবর্তিকা হয়ে
আকাশের ঐ সুদূরে
কী এক অজানা আকর্ষণে!  


কিছু কিছু মানুষ আছে
আগমনেই আপন আলোয় আলোকিত করে
সব মানুষের আপন ভূবন।
অতঃপর অপসৃয়মান ধূমকেতু মত
পৃথিবী-সৌরলোক-নক্ষত্ররাজির সীমানা ছাড়িয়ে
ছুটে যায় ছায়াপথের মায়াময় অসীমে-
তবু রেখে যায় পদচিহ্ন
অমর আলোর উদ্ভাসে।


আলোকিত মানুষ জানে
অস্তগমন মানে প্রস্থান নয়-
প্রত্যাগমনের নতুন প্রত্যাশা মাত্র।


বিদায় বেলায়
'তাই পুষ্প রেখে যাই'
পৌণঃপূণিক উদিত হও
তোমার আপন আকাশে
মানবতার আলোকবর্তিকা হাতে।
-----------------------------
#এম সানাউল হক নিলয়
০২ ডিসেম্বর ২০১৭, ঢাকা
ওয়েবপেইজ: www.facebook.com/Niloy.myskytofly