জীবনের সৈকতে
তুমি আমি একসাথে
সুপ্ত ইচ্ছে ছিলো মুক্তো কুড়াবো,
নোনা জলে ডুবে ডুবে
শিহরিত অনুভবে
সৃষ্টির ইচ্ছেগুলো বৃষ্টি ভেজাবো।
তোমাকে পাবো তাই ভাবি নি কভু হায় কী পেলাম -
আমি এতটা পথ একা হাঁটলাম।।


ইচ্ছেরা বলেছিলো
স্বপ্নে রাঙিয়ে ছিলো
তুমি আমি একই পথে চলবো,
যত সুখ যত ব্যথা
জীবনের যত কথা
চোখে চোখ রেখে মোরা বলবো।
হৃদয় বীণার তারে একই গান একই সুরে বাঁধলাম -
আমি এতটা পথ একা হাঁটলাম।।


তোমাকে পাবো বলে
মেঘের জানালা খুলে
নীলাকাশে ডানা মেলে উড়লাম,
হঠাৎ কী ঝড় এসে
সব কিছু গেলো ভেসে
ডানা ভেঙ্গে কোথা এসে পড়লাম!
আমি মুক্তো কুড়াতে গিয়ে ঝিনুকেই পা কাটলাম -
এতটা পথ রোদে হাঁটলাম।।


জীবনের সৈকতে
তুমি আমি এক সাথে
সুপ্ত ইচ্ছে ছিলো মুক্তো কুড়াবো,
নোনা জলে ডুবে ডুবে
শিহরিত অনুভবে
সৃষ্টির ইচ্ছেগুলো বৃষ্টি ভেজাবো।
তোমাকে পাবো তাই ভাবি নি কভু হায় কি পেলাম -
আমি এতটা পথ একা হাঁটলাম।।
------------------------------------
# এম সানাউল হক
০১ আগস্ট ২০১৯, ঢাকা
ওয়েবপেইজঃ www.facebook.com/Niloy.myskytofly