এখানে আকাশ কাঁদে
নিখোঁজ জোছনায়,
হয়তো উড়ছে চাঁদ
অন্য কোথাও,
অন্য কোন এক পূর্ণিমায়!
হয়তো ডুবছে চাঁদ
জ্যোৎস্নার জলে,
অন্য কোন এক উন্মাদনায়!
এখানে আকাশ কাঁদে
জ্যোৎস্নার জলে।।


যে গেছে সে গেছে কি ওই
শুকতারাকে বলে,
উদাস বাউল মেঘের খোঁজে
নীল যমুনার জলে
বুকের খামে খোলা চিঠি
লিখছে অবিরত,
কষ্টগুলো সুতো ছিঁড়ে
উড়ছে শত শত -
চাঁদহীন আঁধারের জালে!
এখানে আকাশ কাঁদে
জ্যোৎস্নার জলে।।


আমি পাখির চোখে জল দেখেছি
ঢেউএর মরুভূমি,
যদি নোনা জলের নদী হতাম
ডুব দিতে কি তুমি?
জলের তলে চাঁদের ছায়া
জ্যোৎস্না খুঁজে মরে,
তোমার জলে আমার মরণ
অন্তরে অন্তরে -
নিশি-রাত কথা বলে!
এখানে আকাশ কাঁদে
জ্যোৎস্নার জলে।।
.…....................….............
# এম সানাউল হক
০৪ ফেব্রুয়ারী ২০১৮, ঢাকা
ওয়েবপেইজ: www.facebook.com/Niloy.myskytofly