- আমার পোষা ইঁদুরটার জন্য একটা ঘর চাই।
তোমার বাগান বাড়িতে হবে কি
একটা সুন্দর ঘর?
ওম-ওম, লাল মাটির?
আশপাশটায় ঘন ঝাড়-জংগল থাকা চাই কিন্তু!
ও হ্যা, বলতে ভুলে গেছি -
ইঁদুরটি কিন্তু মাটি খুঁড়ে খুঁড়ে অনেক গভীরে ঢুকে যেতে ভীষণ পটু!


- দেখ, তোমার ইঁদুরটার জন্য আমার বাগানে একটা সুন্দর ঘর ঠিকই আছে,
আশা করি ইঁদুরটার সেটা বেশ পছন্দও হবে,
আমি সেটা নিয়ে আদৌ ভাবছি না।
আমি ভাবছি আমার পোষা বিড়ালটার কথা!
বিড়ালটা যদি তোমার পোষা ইঁদুরটাকে একেবারে খেয়ে ফেলে!


-আরে ধ্যাত, এসব ভাবলে চলবে নাকি?
বিড়াল যেমন জানে ইঁদুর ধরার হাজার কৌশল,
ইঁদুরেরও জানা আছে বিড়াল বশীভূতকরণের তাবৎ মন্ত্রণা।


সেই থেকে শুরু হলো ইঁদুর আর বিড়ালের অন্তহীন লুকোচুরি খেলা!
------------------------------------
# এম সানাউল হক
০৯ মার্চ ১৯৮৭, যশোর
ওয়েবপেইজঃ www.facebook.com/Niloy.comNiloy