না কোরো না
রেখো না বেঁধে চোখ দু'টি মোর
করে দিও ক্ষমা
যদি এ খেলা যায় কভু থেমে।।


বিদায় বেলা সিক্ত নয়নে
এঁকে নেবো শুধু তব মুখখানি
হৃদয়ের ফ্রেমে।
যদি এ খেলা যায় কভু থেমে।।


শেষ হলে খেলা জীবনের ভেলা
ভিড়বে যখন সেই অচিন ঘাটে
চিনবো কি তাকে তরী হতে নেমে?
যদি এ খেলা যায় কভু থেমে।।


হিসেবের খাতা শূন্য যদি হয়
নেই কোনো ভয় -
আর কিছু না শুধু এ হৃদয়
ভরে থাক না তোমারই প্রেমে।
যদি এ খেলা যায় কভু থেমে।।
----------------------------
# এম সানাউল হক
১২ ডিসেম্বর ২০১৬, ঢাকা
ওয়েবপেইজঃ www.facebook,com/Niloy.myskytofly