পদ্মার চরে টং ঘরে
মাঝি গিয়েছিলেম তোমার খোঁজে
কী ঘর বেঁধেছো মাঝি
মাচার উপরে,
আষাঢ়ে ভাসে বুঝি, ভাটায় জাগে?
ভেবে না পাই কূল প্রাণে ভয় লাগে!


চারিদিকে ধূ ধূ করে সাদা বালুচর
লিলুয়া বাতাসে ভাসে কান্নার স্বর।
খোলা চুল এলো করে কানের পাশে
ফিসফিস করে বলো আছো আসে-পাশে।
ঐ দূর দিগন্তে জলের রাশি
গোপন গভীরে আমি একা বানে ভাসি!
একাকী বসে থাকি তোমার সাথে
আনমনে ছুঁয়ে যাও যাদুকর হাতে।


এভাবে কাটে বেলা গোপন খেলায়
অজান্তে মনে মনে মন ছুঁয়ে যায়।
এপারে বসতবাড়ি ওপারে ঠিকানা
পদ্মার জলে ভাসে সব লেনা দেনা।
আমি একা বসে আছি তুমি কোন পারে
একবার পারাপার করো মাঝি মোরে।


দিন গুনি সারাদিন একা অভিসারে
মাঝিহীন টং ঘরে পদ্মার চরে।
-----------------------------
# এম সানাউল হক
৬ মার্চ ২০১৭, সিলেট
ওয়েবপেইজঃ www.facebook.com/Niloy.myskytofly