তুমি শুনতে চেয়েছিলে কণ্ঠ
বলতে চেয়েছিলে কথা
রাত ঘুমাবার আগে
ভোর জেগে ওঠার আগে ।


কি আছে এ কণ্ঠে
স্বপ্নাবিষ্টের মত কাটে নির্ঘুম রাত !
কি কথা আছে বলার
যা না বলার কষ্টে মলিন পৃথিবী?


কেউ জানে না
ধূসর নীল চাঁদ
অনন্ত নক্ষত্র রাজি
কিংবা দ্যুতিময় দিগন্ত রেখা -
কেউ না ।


কৃষ্ণ কালো রাতের আঁধার
অমোঘ নিয়তির মতো গ্রাস করে নেয়
যাবতীয় অনুচ্চারিত শব্দাবলী
সমুদয় স্বপ্ন সম্ভার....


সীমানার ওপারে
হিম শীতল মাটির গভীরে
যেন চিরতরে জমে গেছে
পৃথিবীর চেয়েও ভারী হয়ে
তুমি ও তোমার কথা !  


তবুও অবুঝের মত
প্রহর গুনি অনন্ত সূর্যোদয়ের….
------------------------------------
# এম সানাউল হক
২৩ নভেম্বর ২০১৬, ঢাকা