উচ্চাভিলাষী জীবনযাপন ঝুঁকে পড়ে
হতাশাও প্রচুর অবহেলায় ,
সামর্থ্য দায়মুক্তি! প্রদীপের দৈত্য
না যে ,যা চাইবে তাই হাজির ,
জীবনের মানে বুঝানো কঠিন পথ।
দোহাই ,আপোষে খেয়াল,
অযত্নে শুধু তুমি নাই।


স্ব যত্ন  কষ্টের অর্জিত মূল্য
যা কিছু অন্যকে চেয়েও ,
খুব অল্প চাওয়াটাও সীমিত
নিশ্চিত করতেই হিমশিম ,
খুব অল্প প্রায়ই ,ছাড়িয়ে যাওয়া  
বিরূপ ধূসর ,বিষন্ন বিকেল  ।


সতত  জীবন ,না যে ছিপছিপে
যা চাইবে ,প্রদীপের দৈত্য তৎক্ষণাৎ,
শুধু তুমি তাকালেই ,তো পৃথিবীর সুখ !
প্রচন্ড ঝড়ের , স্বজনপ্রীতির ঋণ শোধ!
ভালবাসার জিজ্ঞেস! এমনিতেই সুখ !
তোমার যা আছে তাও নেই ।


অবশেষে হেরে গিয়েছি শতবার !
তার যত্ন ,নিজেই উঠে দাঁড়িয়ে আবার ।
হাত ধরে তুলে উঠানোর আঁচড়ে,
পিষে মরে  ,আমার অদম্য ইচ্ছে  !
কত স্বপ্ন ,উজ্জ্বল তারা চোখ ধাঁধিয়ে,
আকর্ষণ, মসৃণ চঞ্চলতায়  খোঁজ ।