ঘর দুয়ার সব নষ্ট  হলো ,জ্বালিয়ে পুড়ে কয়লা
আত্মবিসর্জন দেয়নি তাই মনটা ভিষন ময়লা,
মহাজন  সে দরদী লোক  অন্তরালে চাওয়া
দাদন দায়ে সব কাইরা নিলো আরো তার পাওয়া ?


পেটের জ্বালায় সন্তান বেঁচে অভিষিক্ত  মা
স্বামী সে তো বদ্যির খোঁজে আর তো ফিরলো না ।
সমাজপতি শাসিয়ে যায় করতে গ্রামছাড়া,
একেকি আর বাঁচা বলে!বেঁচে আধ মরা!!!


শোষন করে আর কতোকাল রাঙায় জীবন রাজি,
সমধিকার সবার তরে করবে কোন কাজি?
জমি আমার চাষ আমার ফসল যখন ফলে
দাদন দ্বার হুমকি জোগায় উপরি সুদ বলে।


সমাজ চোখে বিষ ফোড়া কে বা কারা নাকি ওরা ?
সুশীল দেশ !এই বেশ !! বেদনার নীল কড়া
যখন তখন আহ সমাজ! আওয়াজ করলেই লাঠি
পর্দার অন্তরাল চাওয়া পাওয়ার রুপান্তর ঘাটি।