পূর্ণতা নিদারুণ সময় তোমার আমার
অপরাপর ​উস্কানি অবিচ্ছেদ্য অধিকার ,
স্মৃতির মণিকোঠায় ​ফ্যাকাশে ভালোবাসা
সৌন্দর্য আকাঙ্খা জীবনের নি:শেষ​  ।


বয়স সেতো ক্ষন জন্মা বয়সের কি আর দোষ,
যার বদনে বাঁধে বাসা বৃন্দাবনের রোষ,
সময় সেতো কালের ক্ষেপন কি যে তার খেয়াল,
চলছে সে যে ঘূর্ণীপাকে তিমির সব দেয়াল।


মানদন্ড নির্ধারণ ​খুঁজে যায় অপর মেরুতে
আছে নির্ধারণ করে প্রত্যাশা বিবস্ত্র মাত্রা,
​সমন্বয় ​উপেক্ষা ​সীমাবদ্ধ পরিপূর্ণভাবে
​বরং ​অনুচিত ধৈর্য ​প্রতিজ্ঞা সম্পাদন ।


রঙিন স্বপ্নের কবে ছিলো ভালোবাসার জন্ম দিন?
দোলাচল সময় হারিয়েছে মিথ্যে পড়শ মলিন,
কষ্ট গুলো একান্ত আপন ,এর ভাগী করা বারণ  
আপন মনে বেদনা বুনে ,যত সুখ যাই গুন গুনে ।