ইট পাথরের চার দেয়ালে 
কত স্বপ্ন মরে রোজ ,
মায়ামোহ পিস্ট মাকড়াশা জ্বাল  
কে তা রাখে তার খোঁজ ?


ফুলের কলি ঝরেছে 
কখন ঝড় বাতাসে,
তোমার হাতের তালু ভোরে 
সমুদ্র সফেন বিষন্ন পড়শে ।


স্বপ্নের রঙে সাজাই 
আপনা যত সাজ
নতুন সকাল আসবেই 
কাল না হয় আজ।


ইট পাথরের চার দেয়াল
মাকড়শার জালে টিকটিকি
প্রাণের টানে মায়াজাল
ছিড়েবে ঠিক, ঠিকি।