মনের দুয়ার ,যেন খুলে দিলেন
বেঁচে থাকার সাক্ষী ,দুর্দান্ত দীর্ঘদিন
ঠাঁই হয়েছে ,মনের বাগানে!
দ্বিধাদ্বন্দ্বে নিজের অর্জন কবর দিয়ে ।
ধীরে ধীরে ঝলমলে ,বাঁক বদলায়
বাস্তব জীবনে আবেগ স্পর্শ ,
অনুভব কঙ্কাল,পড়ে থাকে সীমাহীন কষ্ট,
দুর্বিষহ জীবন ,পার করতে বসতঘরের,
ফুটন্ত হিংস্র,সঙ্গে নিয়ে আসে নির্বিচার তুষারস্তূপ ।
অস্বীকৃতি সবকিছুই,অভিব্যক্তি নিজের আগুন
অদৃষ্টের উপলব্ধি ,স্পষ্ট দুর্বিষহ জীবন,
অন্যান্য বন্দী,সমতুল্য নিমজ্জিত হয়ে নির্বাসনে,
একমাত্র প্রয়াস ধূসর নির্মম শাশ্বত জীবন  ।