আমার মনে বৃষ্টির মত মাটিতে পড়ছে-
কিছু ঝড়- সবে বেঁচে আছে
এমন কি বেদনাদায়ক রং চূর্ণ বিচূর্ণ !
তারা জীর্ণ শব্দের  প্রবাহিত হয়
এবড়োখেবড়ো রাস্তা, ভাঙা স্বপ্ন ।


জীবন থেকে পাওয়া বিক্ষিপ্ত টুকরা হৃদয়ে
"একা" শব্দটি দিয়ে আমাকে জড়িয়ে দিচ্ছে-
যে কোন ভংগুর পাথরের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া কঠিন
ধীরে ধীরে সেই দিন গুলোর,ভাবনাগুলো স্বাদ  
আত্মার মত হালকা সময় - অসীম সময়ের হুল ।


ঊর্ধ্বে নিক্ষেপণ জিজ্ঞাসা স্পষ্ট এ বাঁক
তুমি খুঁজে, আমাকে আত্মায় বিচরণ,
দেখেছিলে বেগুনি কুয়াশায় স্মৃতি মুখ,
গভীর কথা রাত হাঁটা,  আশা ছুঁয়েছিলে
আমার ভাবনার বাহুতে তোমাকে ধরে রাখি ।