আমার হাজারটা প্রাপ্তি দৈনন্দিন
মন্দ অশ্রু গড়িয়ে প্রশান্তি।
রোজ ঘুম ভাঙে অনুশোচনা
রোদ আর মেঘলা জীবনযাপন
অনুভূত হয় পাশাপাশি শুভ সকালের ।


নিঃস্ব জীবনে যা কিছু  সম্বল
যার জন্য চাইতে চেয়েও পাইনি.
খুব অল্প চাওয়াটাও সীমিত
আশ্রয়, ক্ষুধা নিবারন সত্যিই
নিশ্চিত করতেই হিমশিম
বিলাসিত - জীবনযাপন ।


খুব অল্প ছাড়িয়ে যাওয়া সম্পৃক্ত
রাত অবধি আশ্রয়হীন ঠাঁই, সহানুভূতি,  
জ্যোতিষী বলে হীরের টুকরো,
রাজার হীরে অন্যকে কাটিয়েছে,
সততার জীবন,তাকালেই তো সুখ !

তোমার যা আছে তাও নেই ।
হাজারো বিত্তবান আসক্ত অনায়াসে
রঙিন জিজ্ঞেস চিৎপটাং আমন্ত্রণ
অন্যের থেকে আলাদা প্রত্যাশা,
বেদনা নিবারণের প্রতিবন্ধকতার
নিজেদের সীমাবদ্ধ গৎবাঁধা-সম্পর্ক ।