প্রতি শতকে শত শত
প্রতিশ্রুর্তি মিথ্যে সুখের পরশে
প্রাচুর্য্য অহংকার মহান হওয়ার রুদ্রমূর্তি,
নিমিজ্জত বিবেক, নষ্ট অতীত ,
নিমজ্জিত জীবন সাম্পান পাপ সাগর,
আর্তনাদ ভাসে শুদ্বতার জোয়ার ।
নয় থেকে নব্বই আলিঙ্গন করে মৃত্যু
কার কি ছিলো পাপ,অঙ্গিকার করার অভিশাপ ।
কর্মময় জীবন,কতজন হলো কর্মহীন
স্বপ্নগুলো ক্রমশই ছোট হয়ে আসে,
তিমিরের পাপ
ফিকে হয়ে আসে নতুন ভোরের আশা,
প্রতিকার কবে  হবে রঙহীন জীবন
কখন আসবে সেই মাঝি,
মুক্ত করতে অভিশপ্ত তরী ।
জীবন কখন উঠে খাটে
না ফেরার দেশে হয়তো হবে না নেওয়া
যে ছিলো হদয়ের অন্তরালে
আপনালয় জানালার ওপাশে
নিলিপ্ত হয়ে আসে বাগানের ফুল,
শতকের অভিশাপ ছিলো কার কি ভূল ?