পরের সংসার সাজিয়ে গুছিয়ে দিনভর 
নিজের ইচ্ছার বিষম এপিট ওপিট নিরন্তর ,
একই নামে ডাকে সবাই কত তার উপাধ্য
কি যেন নামটা ছিলো? মন্ত্রের কষ্ট সাধ্য।


সকাল সন্ধ্যায় কত ফরমাইশ নানা তার বাহানা,
পান থেকে চুন খসলে,অনুযোগ আর বায়না,
বাড়ীর দিদা পুরান মানুষ মনটা বেশ নরম
হাত বদলের খুনসুটি ,যত্র তত্র উনান গরম।


ক্লান্ত মন কিযে চায়, শ্রাবন ঝরা বৃষ্টির ক্ষন 
ঘর সজ্জার উথাল ঝড়,নিষ্কণ্টক বাতাস ফাগুন,
ইচ্ছে মনের নিরন্তর চাওয়া,নিমিষেই তার দাহ
কি ছিলো স্বাদ ,দৃষ্টিনন্দন খোঁজ তা না যে কেহ।
   
আপ্রাণ জিজ্ঞেস ,তীব্র ঝগড়ায়  কিলবিল
অভিশাপ ঝরাতে ভরণপোষণের উপার্জনের
উপেক্ষার প্রবেশ দাঁড়,সংকল্পের দৃঢ় ঝিলমিল.
সৃষ্টির শৃঙ্খল  স্মৃতির দুয়া ড়ে কড়া নাড়ে


কে কবে শূন্য হাতে,প্রেরণের পড়শা উৎস মত্যে এসে
বিচিত্র উত্তরাধিকার প্রাচুর্য ভোগে অট্ট হাসে,
অহংকার আর ভোজনবিলাসী স্বপ্ন দেখে
কি ছিলো সম্বল দিনালয় পরশ পাথর সাথে রাখে??