অচেনা শিহরনে,
বিমুহিত মন।
জানিনা তার,
কি আছে কারন?
কাটে আমার,
আতঙ্কে প্রতিটি প্রহর.
পেতে চায় ভালবাসা,
এই অবোঝ মন,
সব শেষে জুটে শুধু,
ব্যথা প্রহশন।
হৃদয়ে আছে আজ অনেক আসা,
দিন শেষে হয়ে যাবে,
বুক ভাঙ্গা ব্যথা।
স্বপ্নের শুরু হবে,
ভোরের পাঁখির ডাকে,
স্বপ্ন সেথও ভেঙ্গে যাবে,
দিন শেষে সূর্য
ডোবার সাথে।
রাত বলে,
শুধু অপেক্ষা কর,
দিন শেষে মনে উঠে বিরহের ঝড়।
জানি না আমার,
কবে হবে শেষ,
স্বপ্ন দেখার মিথ্যা আবেগ।