কোন দিন যদি,
হারিয়ে যাই আমি,
খুঁজবে কি আমায়?
নাকি,
অচেনা মানব ভেবে,
ভুলে যাবে আমায়,
কখনও যদি,
কবিতার ছন্দ গুলো,
পথহারা হয়ে যায়,
দেখাবে কি তুমি,
সেই চেনা পথটিকে।
নাকি,
প্রানহীন পরিত্যক্ত কবিতা মনে করে,
ফেলে যাবে আমায়।
যদি হঠাৎ,
নিরবতার চাদরে ডেকে দেয় আমায়,
আসবে কি তুমি,
নিরবতার চাদর সরিয়ে দিয়ে সজিব প্রান চঞ্চলতা পিরিয়ে দিতে।
নাকি,
নিরবতার প্রতি মূর্তি ভেবে,
নিরবতার চাদর দিয়ে,
ডেকে দিবে আমায়।