তোমায় নিয়ে লিখব বলে ছিলাম,
টেবিলের কোনে,
পরে রয়েছে সেই কাগজ আর কলম,
কিন্তু লিখা হয়নি কিছুই ।


বাগানের প্রথম গোলাপটা,
খোপতে গুজে দিব বলেছিলাম,
জানালার পাসে রয়ে গেছে,
সেই গোলাপের গাছটা আজও,
তুবু হয়নি দেয়া ফুল গুজে।


রাতের আধারে স্বপ্ন খুঁড়াতে চেয়েছিলাম,
স্বপ্নরা পরে রয়েছে,
রাতেরো নির্জন আধারে,
তবু হয়নি স্বপ্ন খুঁড়ানো।


চাঁদ দেখব বলেছিলা,
জোছনা ময় রাতে,
চাঁদটা রয়েছে আজো নির্জন রাতে,
হয়নি দেখা চাঁদ তবু


পথ চলতে চেয়ে ছিলাম,
হাতটি ধরে,
শিশির ভেজা নির্জন পথে,
পথটি রয়েছে শিশিরে ডাকা আজো,
চলা হয়নি তবু পথ।


হারাবনা বলেছিলাম,
হউক যতই ঝড়,
হারিয়ে গেছ তুমি,
হয়নি কোন ঝড়,
হারাইনি আজও আমি,
এসেছে অনেক ঝড়।


ভুলবনা বলেছিলাম,
বেঁচে থাকি যদি,
ভুলে গেছ তুমি,
আজো ভুলিনি আমি।


ইচ্ছে ছিল অনেক,
অবুঝ এই মনে,
হয়নি কবু পূর্ণ,
অবুঝ ভালবাসার ইচ্ছে।