সময়টা ছিল ক্লান্তি কাল,
হবে হয়তো,
ঠিক মনে পড়ছে না,
পড়বেইবা কি করে,
ভুল মন যে,
বলেছিলে যেনো কি?
মনে আছে,
জানি নেই,
আমারো নেই,
থাকবেইবা কি করে,
হ্যা হ্যা মনে পড়েছে,
শ্রাবণ বৃষ্টি ধারায় দেহ রাঙ্গাতে চেয়েছিলে,
ঠিক মনে আছে আমার,
আজকাল স্মৃতিতে খুব ভাঠা পরেছেযে,
মনে থাকে না অনেক কিছুই,
বয়স হয়েছেতো অনেক,
তবু কিছুটা মনে পরছে,
দিনটা ছিল মেঘলা,
আকাশটা ছিল বিমর্ষ,
হেটে চলেছিলে তুমি,
ট্রেনলাইন দড়ে,
ট্রেন আসার ঠিক পূর্ব মুহূর্তে,
একটু বিলম্ব হলেই,
হারিয়ে যেতে ট্রেনের চাকায়,
কি ছিল কারন,
বলনি যে তখন,
কান্না ভাজা গলায় বলেছিলে,
বিয়ে করবে আমায়?
তার পর কেটে গেছে ৫০টা বছর
আজো করনি আবদার ,
কেটে গেছে অনেকটা প্রহর।
সময় হয়েছে আমার ,
তোমার কাছে আসার,
খুব শীঘ্রই,
দেখা হবে,
শুধু তোমার আর আমার।