বেশ ভালোই আছি
কেটে যাচ্ছে প্রহর
রাত্রিতে দিন
নেই কোন অপেক্ষার টান
শহরের অলি গলি পাড়া মহল্লা
পেড়িয়ে  ব্যস্ততম হাইওয়ে ধরে
যখন বাসায় ফিরি
তখন প্রায় মধ্য রাত
অপেক্ষায় গাল পুলিয়ে
তখন কেও বলবে না
কেন এত রাত হল
তাড়াতাড়ি ঘরে পেরা যেত না।
মিথ্যের ফুলঝুড়ি ফুটিয়ে বলতে হয়না
যে ভিশন ব্যস্ত ছিলাম।
যখন ঘুমে কাতর হয়ে যাবে চোখ
তখন কেও বলবে না
এই চল না জোছনা দেখি।
নির্ঘুম চোখে যখন
নিকোটিন হাতে জানালার পাশে দাঁড়িয়ে
তখন কপট রাগ দেখিয়ে
কেও বলবে না
অনেক রাত হয়েছে চল ঘুমাবে।
নির্ঘুম রাত কাটিয়ে,
জ্বরে যখন নিতর দেহ খানা বিছানায় পড়ে রবে,
তখন ভালোবাসার পরশ মাখানো হাত কপালে রেখে,
কেও বলবে না,
তোমারত অনেক ব্যামো হয়েছে চল ডাক্তারে যাবে।
নিতর দেহ নিয়ে বিচানা ছেড়ে,
অলি গলি পাড়া মহল্লা ঘুড়ে,
দুপুর পেড়িয়ে বিকেল থেকে সন্ধ্যা নেমে আসবে,
তখন দুশ্চিন্তার বরণ ডালা নিয়ে প্রতিক্ষায় পথ ছেয়ে নেই কেও।
দিনের ক্লান্তিতে পরিশ্রান্ত দেহ নিয়ে বাসায় ফেরা,
তখন ভালোবাসাযুক্ত আচল দিয়ে ললাট মুছে,
জড়িয়ে বলবে না কেহ,
তোমাকে অনেক অনেক ভালোবসি।