নিজুম রাতে ঘুমের ঘরে স্বপ্নে ছিলাম,
ঘুম ভাঙ্গিয়ে কি-সুখ পেলে"
এখন আমার রাত পোহাবে কেমন করে।


মেঠোপথে ভরদুপুরে,
খালি পায়ে হাটতে ছিলাম!
পথের মাঝে কাঁটা দিয়ে_কি সুখ পেলে"
কাঁটার আগাত সইবো আমি কেমন করে।


নদীর পারে ডিঙ্গিনৌকায়-
-বসেছিলাম আনমনেতে!
মাঝ নদীতে নৌকা খানি ভাসিয়ে দিয়ে -
-কি সুখ পেলে"
এখন আমি তরী ভিড়াই কেমন করে।


ঘরের চাউনী ন্যাড়া দিয়ে,
সুখেই ছিলাম স্বপ্ন নিয়ে!
সেই ঘরেতে আগুন দিয়ে কি সুখ পেলে"
এখন আবার ঘর বানাবো কেমন করে।



রচনাকাল ০৭/০৬/২০১২
ইউ,এ,ই