বিমূর্ত এই ধরণী
আকুশিতো মন,
নির্জনতার মাঝে আমি খোঁজি আপন জন।
পরিচিত সব পরিচয় হারালো সময়ের ব্যবধানে,
অচেনা সব ভীড় জমালো হৃদয় উদ্যানে।


চঞ্চল পদকে নির্জন মনে
-আসিলে তুমি উৎকষ্ট কন্ঠে।
তোমার প্রাণে চাহিল হৃদয় - অভাক নয়নে;
আকুল হলাম আমি ওগো বিমূর্ত ধরণী।


স্বার্থের স্বপ্ন ভুলে দেখো একবার"
জেনে যাবে তুমি কে বা আপন কে বা পর,
পরকে তুমি পর ভাবনা আপন করে দেখো!
স্বার্থের জন্য সবাই তোমার কাছে আসেনা'তো।



রচনাকাল  ০৩/০৫/২০১৫
ইউ,এ,ই