অহংকারে ছেয়ে গেছে মন
    নিজের গুনগান নিজেই করি,
করি নিজেরই গুনোকৃর্তণ।
     যে আমাদের সৃষ্টকারী কারি-
  করিনা থাকে স্বরণ,
      অহংকারে ছেয়ে গেছে মন।


নিজের বড়ত্ব নিজেই করি
     করি হাজার বিঘা সম্পদের আলাপন।
এক নিমিষেই বিলিয়ে যাবে-
      ভেবেছো কি কখন।
অহংকারে ছেয়ে গেছে মন।


পরকে মেরে সম্পদ গড়ি
       নিজের গল্প নিজেই করি।
আমি হলাম সমাজ সেবী
      আমিই দাতা বান।
অহংকারে ছেয়ে গেছে মন।