কুকুরছানা পোশ তুমি
আদর যত্ন করে,
নিজের সন্তান ফেলে দিলে
ধুলা, বালির মাঝে।
এমন যদি করবে তবে জন্ম
কেনো দিবে,
বিবেক তোমার বলো আবার
কবে জন্ম নিবে।


কুকুরছানা কোলে তোমার
নিজের ছেলে ফেলে।
আধুনিকতা বলো তোমায়
আর কি শিক্ষা দিবে।
সেই সন্তান জানি একদিন
তোমায় ভূলে যাবে।


কুকুরছানা সাথে নিয়ে
রাত্রি যাপন করো।
নিজের সন্তান একলা ঘরে
দোলনার মাঝে রাখো।
যুগের সাথে নিজের স্বভাব
আর কতো বদলাবে।
এক দিন তোমার এসব কিছুর
হিসাব দিতে হবে।