ফেরারি আমি জীবন তরে
                        বন্দি কর্মশালায়।
শ্বাসরূদ্ধ হয়ে সময়
                        ক্রমেক্রমে হারায়।
উষ্ণতার বায়ু বয়ে গেছে
                         অনুতপ্ত এই ক্ষণে।
শীতল ছোঁয়া লুকিয়ে আছে
                         শিশির ভেজা পায়ে।
পুষ্পরজনী কেটে গেছে
                         ইচ্ছের অগোচরে।
নীল পরিরা ডানা মেলে
                         আসেনা আর ঘুমে।
যন্ত্রণাময় ইচ্ছেগুলো
                         আশার প্রহর গুনে।
ফেরারি হয়েছি আমি এ
                         জীবনের তরে।