ভালোবাসা বলে কিছু নেই,
আজ এই ভুবনে।
সব'ই যেনো রূপান্তর
হয়েছে এই প্লাবনে।
একটু খানি কাছে আশা,
তার পর চলে যাওয়া।
রেখে যাওয়া কিছু স্মৃতি এই মনে।
এক এর চাওয়া দশ এর কাছে-
দশ এর চাওয়া এক,ভালোবাসার
নিপুণতা তিলে তিলে
হয়ে যাচ্ছে নিঃশ্বেষ।
রদবদলের ভালোবাসায়
প্রভাব পড়ে গেছে,
যাকে দেখে ভালো লাগে
প্রপোজ করে তাকে!
এখন নাকি ভালোবাসা
তাহাকে শুধু বলে।
খেয়ে ধেয়ে কাজ নেই,
ছেলে-মেয়ে'দের লাজ'নেই।
বয়েস এর আগে প্রেমের হিসেব কশে।
এদিক সেদিক উকি মারা,
বাবা - মা'য়ের বকাঝকা! অবশেষরূপ
ভুলে যাওয়া - প্রেম বিরহ
তাহাকে নাকি বলে!