অন্তিমে চলে গেছে "ফাগুন"
ঝরা পাতার ঝরঝর ধ্বনি
আজও অমলিন।
"একে'একে" বিধ্বস্ত হচ্ছে
উজ্জ্বল সবুজ।
"কটস,কটস"করে গিলে
খাচ্ছে মহোস্তখরগোশ।
হরিণীর "গম্যমান" উড়ন্ত
লাফদেখে আজ,থমকে গেছে
বাঘেদের হুংকার।
উল্লাসিত বাঁদর গুলো ডালে-ডালে নেচে
নেচে সুখ বিলপন করছে।
খেগশিয়ালের কন্ঠ প্রতিধ্বনিত
হচ্ছে ক্রমেক্রমে।
ডেবডেব করে ছেয়ে আছে
দিগন্তের বিপ্লবী গর্জন ।
আবালেরা আজও দলেদলে
অরণ্য ঘুমচ্ছে।
রাক্ষুসীরা হানা করছে ঘরে-
ঘরে বজ্রপাতের আওয়াজে।
হায়!ঘুমন্ত বিবেক আর কতো ঘুমবে।
জাগো এক বার জাগো এই
ঝরা পাতা তোমাকে ডাকে'
এই দিগন্ত তোমায় ডাকে।