বন্ধুত্বের মানে বুঝেনা যে, 'কে বলে মানুষ তারে।
হোকনা সে কোটিপতি,'প্রতিভাবান ভাই।
যুগ থেকে যুগযুগান্তরে বন্ধুতা যায়ে রয়ে অহরহ
ইতিহাস সাক্ষী আজও তাই।


বন্ধু হবে বন্ধুর মতো,'বালুকণা থেকে পাহাড় যতো;
সাগর বুকের ঢেউএর মতো উত্তাল যতো বন্ধু ততো আপন মনে।


অপরিচিত থেকে পরিচিত হবে, 'সুখেদুঃখে পাশে রবে ব্যতীত ক্ষণে হাসি হবে; 'হেরে গেলে উৎসাহ দেবে, "বন্ধু রবে কলরবে।


টাকা দিয়ে বন্ধু কবু কেনা নাহি যায়,
কারও সাথে চলতে চলতে বন্ধুত্ব হয়ে যায়;
"বন্ধুত্বের রূপ হরেক রকম হতে পারে ভাই,
"হাজার লোকের ভিড়ে তাইতো বন্ধু খুঁজে যাই।


বন্ধুত্বের রেশ ভূবন জুড়ে, আকাশ থেকে মাটি ; বন্ধুত্ব ছাড়া শুন্য জগত, শুন্য ঘর বাড়ি, বন্ধুত্বের মানে পশুও বুজে বুজলে না মন তুমি,
বন্ধুত্বতা ঈশ্বরও চায় চাইবানা কেনো তুমি,"ওগো পরম বন্ধু আমার,  "তুমি অন্তর জামি।