|||||||||♦|||||||||||♦||||||||||♥|||||||||♦|||||||♦|||||||||



পাহাড়ি ঐ বাঁকা পথে দাঁড়িয়ে আছে কে,
উঁকি মেরে চেয়ে দেখি সুন্দরী এক মেয়ে,
প্রথম দেখায় চড়ে বসেছে আমার আঁখিদ্বয়ে।


প্রেমের প্রলয় মাখে এখন আমার এই মন মনি,
ভাবি শুধু সারাক্ষণ এটা প্রেম, নাকি পাগলামি।


ঐ সুন্দরীর নাম জানিনা, চিনি শুধু মুখ,
চিকনি'চামেলি বদন তাহার, আহ্! কি যে অপরূপ,
চোখ বুজিলে ভেসে আশে তাহার মিষ্টমুখ।


দিঘল কালো মাথার'কেশ; তাহার হরিণীর চোখ,
গলায় তাহার বেলীফুল;  চাউনী আনমূল,
চিরল দাঁতের হাসি দেখে আমি ব্যাকুল।


পাইতাম যদি একবার তারে জড়াইতাম গলে,
প্রেম যমুনায় হারিয়ে যেতাম আমরা দু'জন মিলে,
সুখের সাঁতার কাটতাম দু'জন মধুর আলিঙ্গনে।


ভাবনা গুলো তাকে নিয়ে করে মাতলামি,
ভাবি শুধু সারাক্ষণ এটা প্রেম, নাকি পাগলামি।



                |||||||||♦|||||||||||♦||||||||||♥|||||||||♦|||||||♦|||||||||


রচনাকাল -
০৪/০৭/২০১৫
ইউ এ ই,