চোখ দু`টি তাহার ভারী মিষ্টি,
       মুচকি হেসে যেন কিছু বলে যায়,
            জোড়া ভ্রু'তে কাঁজল ঢালি,
                 প্রেমও নৃত্য সাজায়।


                 বেশ্যা হাওয়া আঁচল তুলে-
           আখিদ্বয় বুলিয়ে যায়,
       প্রেমও ভরা যৌবন খানি-
    পিপাসার জল চায়,
তৃষ্ণার্ত মন দেখেই যেন বেসুরা গান গায়।


রঙ বে' রঙের মাতুয়ারী-
      তার বক্ষ পানে চায়,
           দীঘল কালো চুল তাহার সারঙ্গী বাজায়,
                নিরুদ্যম মনের দু'তারাতে বাজে সারেগাম।


                তাহার কোমল ছোঁয়ায় -
            শীতল পাটি নিদ্রা হারায়,
        চাঁদের আলো চোরের মতো-
    তাহার বদন দেখতে চায়,
মনের নুড়িতে ক্ষুধিত প্রেম রজনী পুহায়।


রচনাকাল -
      তারিখ- ০৯/০৭/২০১৫
           ইউ এ ই,