কত শীত পার হয়ে বসন্ত এল,
                 কিন্তু তুমি ফিরে এলেনা,
মন পাপিয়া কেমন আছে একবার জানতে ও চাইলে না।


কি এমন অভাব ছিল
আমাদের প্রেমের মাঝে!
বেশ তো ছিলাম দু'জন,  
দু'জনারর প্রেমের ভূবন জুড়ে।


                রোজ দুপুরে তোমার পুকুরে
                স্নান দিতাম দু'জন মিলে,
                অষ্ট প্রহর কাটিয়ে দিতাম
                চিলের ডানায় আদর মেলে।


কি করে তুমি ভুলে গেলে!
স্মৃতি মাখা ঐ দিন গুলোকে,
শাপলা ফুলের মালা গেঁথে
সাজাতাম তোমায় বধূ রূপে।


               আজ কার বাসরে সোহাগ মেখে
               আছো তুমি মহা সুখে,
               তুমি বিহনে শূন্য ঘরে
               স্মৃতি গুলো কাঁদায় মোরে।