বলবো না আর কখনো
একটু ভালোবাসতে আমায়,
আমার এই চাওয়া টা জানি
তোমার কাছে মূল্যহীন আজ,
তবুও তোমার প্রতি ছবি আঁকি বার বার,
কোনো এক ঘুমন্ত বেলায়
ধরেছিলে দু`টি হাত,
হৃদয়ে গেঁথেছিলে প্রেমও ফুলের মালা,
সাজানো কথা গুচ্ছ দিয়ে বলে ছিলে
কবু ভূলে যাবে না আমায়,
আমি নির্ঝঁঝাট স্বপ্ন নিয়ে
সুখের ঘর বানিয়ে ছিলাম
তোমার অপারা আলিঙ্গনে।
তবে আজ কেনো এমন করলে!
সুর ছাড়া গানের ছন্দ ধরিয়ে দিয়ে-
চলে গেলে অন্তিম সুখের মোহনায়।
আজ আমি ছেড়া বসনের উদাস বাউল
বিরহী প্রেমের গান ধরেছি নির্জন রাতে;
নিদ্রাহীন রাত কাটে বিরহের সুরে।
জানি খুঁজবেনা আমায় এই আঁধারে
তাই তো আমি হারিয়ে গেছি
তীক্ষ্ণ ঝড়ের বিষণ্ণ তিমিরে।