ঈদ এলো-ঈদ এলো
ঈদের বার্তা বলে দিলো ওরে মানব আত্মা খুলো,
           হিংসা - বিদ্বেষ সবই ভুলো,  
সাম্যে প্রিতি মনে জ্বালো,
আমি হলাম খুশির আলো।
                            আজ
ঈদ সুখের উল্লাসে ও ভাই দেখো এ ভূবন হাসে,
ধনী গরিব সবার মনে
        ও ভাই
দেখো খুশির কল্লোল রঙ মাখে।
    আজ                পাগল - গাজন - উচ্ছ্বাসে,
               ও ভাই
দেখো সবাই কোথায় ছুটে,
আমির - ফকীর সবাই দেখো এক কাতারে সুখ বাঁটে।
           ও ভাই
চক্ষু মেলে দেখো চেয়ে তোমার পাশে কি কেউ এমন আছে,
ঈদের দিনেও বস্ত্র ছাড়া -
অন্ন বিহনে ভোখা আছে, তবে যা না ছুটে তার কাছে
                 ও ভাই
ইসলাম তোমায় আদেশ করে।চিরদিন "ই" ঈদের আনন্দ দাও বিলিয়ে ও ভাই ছোট বড় সবার মাঝে।


---_---_----_-----------------------------_-----_-----_--


সবাইকে ঈদের সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানাই।
   ★★★★★★★ঈদ মোবারক ★★★★★★★


রচনাকাল -
১৭/০৭/২০১৫
ইউ,এ,ই