কত কবিতার শিরনামে
কত গানের  সুরে,
কতশত পথিক ছুটে তোমার সন্ধানে,
আবার বাঁক ছাড়া নদী সেজে ছুটো সবার মনে!
কি তুমি ভালোবাসা?


বোবার মনে থাকো তুমি বসে নিরবধি,
প্রেমিক চোখে  স্বপ্নিল হয়ে করো ছলচাতুরি,
আবার কারো প্রাণে আগুন জ্বেলে করো বাহাদুরি!
হে ভালোবাসা তুমি কি?


আকার নেই আকৃতি নেই , শুধু একটি নাম ;
স্বর্ণ ও নয়' হীরা ও নয়' তবু ও এতো দাম!
আবার ফুলের বনে বিনামূল্যে হয়ে যায় নিলাম!
ও ভালোবাসা তোমার আসল রূপ কি?


পাগলের মনে সুখ হয়ে নিত্য করো খেলা,
কারো চোখে অপেক্ষা হয়ে চিত্ত কাটাউ বেলা,
আবার কারো অনুরাগে বাজাও সুরের সা রে গা ম,
তোমার খুঁজে প্রেমিক সেজে বৈরাগী হইলাম!
আসলে ভালোবাসা কি?


রচনাকাল -
২৬/০৭/২০১৫
ইউ,এ,ই।