অচেনা নদী হয়ে তুমি কাছে এসেছিলে
সুখ মোর ছিল দীপ্তিমান,
স্বপ্নের সাঁকো বেয়ে চলো পরী
দূরদেশে জীবন করি অবাধ।


বিস্তৃত মাঠ জুড়ি সবুজের বুকে গড়ি প্রেম অভিসার,
বুভুক্ষ জনতার- ইতি কথার সমাহার,
মাটি হীন কবরে দাপন করি ব্যভিচার ||


চলো পরী দংশ করি বিহ্বল বলাৎকার ||


দুরন্ত যৌবন  - দুর্গত মন, লুন্ঠিত আজ মানবতা।
মুক্তির করি পণ ; সুনাদ করে মন, দূর তফাত করি বর্বরতা।
পথিক নয়তো মোরা ;
     ও রক্ত যাবেনা বৃথা -
যদি আমরা হাতে রাখি ||
দেখবে সহস্র লোকে ছেয়ে অপলকে!
আমাদের প্রেম হীরার ছেয়ও দামি ||


রচনাকাল -
২৯/০৭/২০১৫
ইউ,এ,ই।