আজও স্বপ্নের ভাজে ভেসে আসে,
প্রশ্ন গুলো উত্তর খুঁজে,
কি পেলে তুমি জীবন ঘুরে?
স্বপ্নের চোখে কাজল মেখে কি জেনেছ!
কি পেয়েছ?
তিমির নেশায় চলে গেলে,
একূল থেকে ঐ কূলেতে,
রদবদলের জীবন থেকে কি নিয়েছ!
কষ্ট গুলো বুকে রাখি,
মুখে আবার অট্ট হাসি,
লোকালয়ে মুখোশ পরে
জীবন থেকে জীবন ঘুরে
কি পেয়েছ, কি জেনেছ?
সময় নদীর পথের বাঁকে,
চিলের ডানায় সুখ লুকিয়ে,
জীবন থেকে পালিয়ে যেতে কি পেরেছ!


রচনাকাল-
০১/০৮/২০১৫
ইউ,এ,ই