ছোট্ট একটা চাওয়া ছিল এ জীবনের কাছে
এলো মেলো হয়ে গেল কাল বৈশাখী ঝড়ে
মনের আকাশ মেঘলা এখন রোদের আড়ালে।


নেই যে আমার দালান বাড়ী জানতে নাকি তুমি
তবে কেনো খুঁজো এখন টাকা ওয়ালা স্বামী।
স্বপ্ন তোমার আকাশ ছোঁয়া জানতাম নাতো আগে
তোমার স্মৃতি বুকে নিয়ে আজও হৃদয় কাঁদে
তোমার হাতটি ধরে আবার হারাবো অচিন ফুরে।


নয়ন তারা ছিলাম আমি তোমার দু'চোখ জোড়ে
রোদের হাত ছানিতে তুমি আমায় ভুলে গেলে,
দিতে তোমায় পারবো নাতো অট্টালিকা ঘর
বুকের মাঝে রখবো ধরে সারা জীবন ভর,
যদি তোমার হৃদয় কাঁদে তবে চলে এসো
সারাটা জীবন আমি তোমায় ভালোবেসে যাবো ।।


রচনাকাল-
১৭/১০/২০১৫
ইউ,এ,ই।