সুখ সুখ করে হায়! সবাই দেখি পাগল প্রায়,
সুখ বিহনে আমি কিন্তু ভালো আছি বেশ;
আমার ঘরে নেড়ার চালা, আকাশ দেখি খুলা মেলা,
বৈরী বাতাস গায়ে মেখে করছি আমেজ।


সবাই খোঁজে অট্টালিকা, ব্যাংক ভর্তি রিজার্ভ টাকা,
ফাঁকা পকেট নিয়ে আমার চলছে দিন কাল বেশ,
দেখে আমার ভাঙ্গা তরী, উঠতে চায়না কোনো যাত্রী,
আমার ভেলা যায় যে উজান গাংঙ্গে ভাঙ্গা তরী বাইয়া।


সবাই বলে কথার কথা, সুখে দুঃখে না কি জীবন গাঁথা,
দুঃখ নিয়ে আমি কিন্তু ভালো আছি বেশ;
সুখের পাখি উড়ে গেছে, মন পিঞ্জিরা খালি করে,
আসবে কি আর দেখতে আমায় যাই যদি গো মরে।


তোরা যে বুজাস রে সাথী, দহন জ্বালায় আমি জ্বলি,
মিছেমিছি সান্ত্বনায় কি মিলে বলো সায়;
স্মৃতি আমায় পিছু ডাকে, মোহ মায়ায় অন্তর কাঁদে,
আমার দম ফুরালে ভবের হিসেব হবে বুঝি শেষ।