-------++++++++++--------
আমি আর কোনো বসন্তের ছোঁয়া চাইনা
ঝরে যাওয়া শুকনো পাতার স্তূপে ঢেকে ফেলেছি
জীর্ণ জীবনের সকল আশার কাহন,
বড়ো বেশী অভিমানী আমি-
আমার অভিমান গুলো আরো অভিমানে ভরে ওঠে,
কেউ তো আসে না আমার অভিমান ভাঙাতে;
একরোখা জেদ চেপে বয়ে চলি বহমান নদীর মতো
আমার উদাস মন একে যায় এক ঘুমন্ত বিকেলের ছবি,
আমি বিরোহী রাগে রাগিনী
তুমি কেন খোলা আকাশ হতে পারো নি।
তেমার হীন মনে আমি শ্যাওলা জলের অবহেলন
কেন তুমি সমুদ্রের মতো বিশাল হৃদয়ের হওনি।
আমি নিঃশব্দ, নিরব রাতের কথপোকথন
 তুমি কেন মনের মাধুরী মিশিয়ে আমায় ডাকো নি।
আমার ইচ্ছে গুলো তোমায় ছোঁবে বলে
আজও প্রদিপ জ্বেলে রাখে
তুমি কখনও'তো চেয়ে দেখনি।