আমি স্বধীনতা দেখিনি শুনেছি তার ইতিহাস,
স্বধীনতা ছিল নাকি পাক বর্বরতার
বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার,
করেছিল তাই বাংলার দামাল-কামাল
নিয়ে ছিল হাতে তাই লাঠি আর কুড়াল,
ত্রিশ লক্ষ দামাল হয়েছিল শহীদ
চিনিয়ে এনেছিল বিজয় এই বাংলার।


আমি শুনেছি ৭১ এর বর্বরতার কাহিনী
তবে এমনটা প্রখর ছিলনা তাও জানি,
আজ যেমন করে বর্বরতার শিকার
নিরীহ মানুষ এই স্বাধীন বাংলার।
৭১এর মত প্রশ্ন জাগছেনা মানুষের মনে জানি,
তবুও এ বর্বরতা ৭১ এর চেও বেশী গ্লানি,
তবে কি স্বাধীনতা হারিয়ে যাচ্ছে এই বাংলার!


চেতনার নামে মানুষ খুনের কি বা মানে!!
আরো একবার নিজেকে প্রশ্নকরো
ও বাংলার দামাল-কামাল,
আবারো জাগো নেসাৎ করো
জালিয়াতী আর বর্বরতার কারোবার।


রক্তের দামে স্বাধীনতা কেনা,  
তবে কেনো আজ শান্তনা পবেনা,
রক্ত কি ঝরে চিল সুধু একজনার;
হাজার ও মায়ের বুক হয়ে ছিল খালি
আজ কিশে? মানবতার দাবী একজনার।


এই কি সে মানবতা? পুলিশের লাঠি গুতা
বাঁচার আশায় হয়ে যাওয়া লাশ!
বিবেচনা করে দেখো বিবেক জাগিয়ে তুলো
ধরে যদি রাখতে চাও স্বাধীনতার মান।


রচনাকাল
১৮/০৬/২০১৬
ইউ,এ,ই