জীবন একটি আজব পদার্থ,
এ চেরাপুঞ্জি নয়-
তবুও মাঝে মাঝে মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়,
আবার জ্যোতিষ্কের গ্রহ, রবি ভানু কিংবা ভাষ্কর আদিত্যও নয়-
তবুও উত্তপ্ত আগুনে শোধিত হয় সর্বক্ষণ,
এ মরুপ্রদেশও নয়, নিরক্ষীয় অঞ্চলও নয়,
তবুও অনন্ত শৈত্য বা ধারাবাঁধা বৃষ্টির
আবর্তে আটকে থাকে-
এখানে বুঝি ছয় ঋতুই বাস করে একত্রে।
কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা, কখনো শীত
আবার কখনো বসন্ত-
কে যে কখন দখলে আসে এটা আগাম
ঠাহার মেলা দায়!
তবুও জীবন চলে জীবনের গতিতে
ঝড়ঝাপটা শেষে আবার উঠেপড়ে আপন নিয়মে,
অদ্ভুত এই জীবন নামের সময়ের শকট কে
শুধু উপলব্ধি করতে হয় আপন মনে,
সত্যি নিজেরই মাঝে বিদ্যমান এই জীবন একটি আজব পদার্থ।