নতুন কিছু গল্প লিখতে গিয়ে,
পুরনো গল্প কিছু ভুলে যাই,
অহেতুক ব্যস্ততায় গুম হয়ে,
মূল্যবান বহু সময় হারাই।
অকারণেই হোঁচট খেয়ে পড়ি,
গভীর নীরবতায় আমি রত,
চোখ মেললেও অন্ধকারের যাত্রী
বিদ্রুপ আমায় করে শত শত।
হঠাৎ কত দূরে এলাম সরে,
পৃথিবীটা কেমন একা একা,
তবে কি এক বিশাল গোলকধাঁধা
অবিরত দিচ্ছে আমায় দেখা?
সময় বুঝে এগোইনি কখনো,
ব্যর্থতারা শুধুই আশেপাশে,
দিন গুনিনি শেষের দিনের জন্য,
তাই তারাও আমায় দেখে হাসে।
এখন সময় আমারও আজ শেষ,
যাচ্ছি চলে অচীন কোন দেশ,
কাছের কারও জন্য হিসেব করে
যাচ্ছি রেখে খানিক অবশেষ।