জীবনের হিসেব কষতে গিয়ে,
থমকে গিয়েছি মাঝ পথে।
কত উত্থান, কত পতন,
কত জয় পরাজয়, আর কত গ্লানি।
জীবনের এই ক্ষুদ্র পরিসর যেন,
মহাকালের ইতিহাস।
দেখেছি জীবনে কত বিচিত্র আয়োজন।
দেখছি ক্ষণিকে বদলে যাওয়া কত কিছু।
জীবনের এই যুদ্ধ ক্ষেত্রটায় শুধু পরাজয়ের ইতিহাস।
এখানে জিততে পারেনি কেও,
হয়তো পারবেনা কোনদিন।
পরাজিতদের জাইগা নেই এখানে,
খুঁজে নিতে হয় নতুন কোন পথ।
একটা সময় এসে মুছে যাই
সফলতার অতীত।
আবার নতুন করে পথ চলা শুরু,
অনিশ্চিত আগামীর পথে।
হয়তো আবার সে হিসেব কষার আগে,
মিত্যু এসে দাঁড়াবে দুয়ারে।