♥♥♥♥_____প্রিয় মা______♥♥♥♥
                  ** লেখিকা **
                      ♥♥♥♥♥তাবাসসুম মীম♥♥♥


মাগো কতো দিন দেখিনা তোমায়..........
    আঁখি পিপাসা মেটাইনি!!    
    সেই কতো দিন হলো।
        তাই তো মাগো;
চলো তোমার ছেলে শহর ছেড়ে  গ্রামে;
               আঁখি;
পিপাসা মেটাতে তোমার নিড়ে  ;
      মাগো আসার পথে।
সেই তোমার স্মৃতি  মাখানো;
          সেই কতো কথা,
     আঁখি তে ভেসে উঠছে;
      সেই বিকেলের কথা;
বলতে তুমি রেগে বলিতে যাবিনে ;
খোকা  ভরদুপুরে বিলের মাঝে।  
আমি  মাগো যখন পালাতাম ছুটে,
            বলতে তুমি,
রেগে বাসায় ফিরে আয় আগে একটি মার ;              
             পরবে না মাটিতে।  
মাগো বেলা শেষে  বাসায় ফিরলে;
        আসলে তুমি তেরে;
           লাঠি হাতে নিয়ে ।
            বলতে তুমি রেগে;
             বারণ করার পরে,
        গিয়েছিলি কেন সেই পানে।
               আমি বলতাম,
                 মাগো কেঁদে;
          হবে না এই ভুল জিবনে।
              ক্ষমা করো মোরে ;
                মা মুচকি হেঁসে,
         নিলো আমায় বুকে টেনে।
        মনে পরে গেলো দিনগুলি,
           ঘর পানে চেয়ে দেখি।
           মা আমার আছে বসে,
              অনেক মাস পরে;
         দেখলুম মা কে নয়ন ভরে;
          পিপাসা মেটলো আমার,
              ধন্য হলাম নিজে।
               মা বলিল হেসে;
      মনে পরেছে এই দুখিনী মা কে!
         ক্ষুর্ধাৎছেলে অন্ন খেতে ;
        বসিয়ে দিলো মা মায়ের;
     পানে চেয়ে কাতোর সুরে বলাম,
            মাগো মুখটি তোলো:)
     মা গো  মা আমার  বললো  হেঁসে;
          এতো ভালোবাসে আমার,
               খোকা আমাকে ;
         আমি বলাম তখন হেঁসে ;
       তোমার ভালোবাসার কাছে।
    আমার ভালোবাসা হার মেনেছে;
                  সেই কবে।
           মাগো ধন্য  আমি,
       তোমার মুখে একমুঠো;
                ভাত তুলে।
    যেয়ো না গো মা আমায় একা;
        ফেলে ওই আকাশের,
             তারার ভিড়ে;
তোমার খোকা একলা হয়ে থাকবে,
       পরে এই ভুবনের মাঝে।