বিছিয়ে রাখা প্রেমের পাতায় আয় ঘুমাবি আয়
গুছিয়ে রাখা রঙিণ খাতায় আয় ঘুমাবি আয়
আর না হলে বুকটা পেতে
দিবো তোরে নিবিড় শুতে
চোখ বুজে তুই করবি আরাম বুকের খাটিয়ায়।


দেখবি স্বপন দুচোখ ভরে, রাখবি মনের কোণে
শুনবি আমায়, বৃক্ষ-কথা মাটি যেমন শোনে
ফুল হবি তুই আমার ডালে
তিল হবো তোর নিটোল গালে
রাত হবে পার উষ্ণ শ্বাসের সোহাগ পাহারায়।


শুক্লা রাতের চাঁদটি রবে পূব আকাশে ঢলে
জোসনা ধোয়া শ্বেত কুয়াশা পড়বে গলে গলে
যুগল বাহুর অন্তরালে
থাকবি না হয় এমনি কালে
অমিয় প্রেমের জাগবে তুফান হৃদয় সাহারায়।


নীরব প্রহর একলা জাগা কোন্ জীবনের শাপ!
সুখ বিনাশী দু'ধার ছোঁরা পড়লো ভেঙ্গে খাপ!
চোখের পাতে নিরাশ কালি
জীবন নামের এ হেয়ালি
মন জানে না কোন্ নিয়মের শিকল বাঁধা পায়!


একটি নদীর দু'পাড় হয়ে রইবি কতো আর
খরস্রোতা সময়গুলো ছুটছে কালের পার
দুঃখের কাঁটা জাগুক যত
ঘ্রাণ বিলাবো অবিরত
হৃদয় ক্ষত ঢাকবো সপ্রেম বুকের উষ্ণতায়
সকল ব্যথার শিকল খুলে আয় ঘুমাবি আয়।