নদীর ধারার মতো কাল
বালির বাঁধের মতো প্রেম,
আমি রুখে দিতে চাই গতি
কাল বলে 'আমি গেলেম'।


কালের পাকে করে আশ্রয়
প্রেম ফের গড়ে বালুচর,
আমি বালুচরে বাঁধি বাসা
কাল ফের নিয়ে আসে ঝড়।


আমি অপ্রেমে পড়ে থাকি সারাবেলা
কালে কালে জমে উঠে ধুলোর আস্তর।।